শিকলে বন্দী ১২ বছর
শহীদুল ইসলামের বয়স ৩৫ বছর। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। বড় ভাই বিয়ের পর করছেন আলাদা সংসার। মেজ ভাই মৃত। শহীদুলের বাবাও মৃত। শহীদুলের দিনটা কাটে গাছের সঙ্গে। লোহার শিকলের এক প্রান্ত গাছে বাঁধা, অপর প্রান্ত শহীদুলের পায়ে বাঁধা। আর রাত কাটে চৌকিতে বাঁধা অবস্থায়।