ইউক্যালিপটাস-আকাশমণি নিষিদ্ধে সখীপুরে বিপাকে শতাধিক নার্সারি মালিক
প্রতিমা বংকী, শোলাপ্রতিমা, বোয়ালীসহ বিভিন্ন গ্রামে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে আকাশমণি ও ইউক্যালিপটাস চারা উৎপাদন হয়ে থাকে। প্রতিবছর এই উপজেলায় প্রায় ৬০ লাখ চারা তৈরি করেন নার্সারি মালিকরা, যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।