সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে বিজিবি: মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। যে কোনো নির্বাচনে বিজিবি দক্ষতা, পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।