বন্যাকবলিত বুড়িচংয়ে পাতিলে থাকা শিশুর ছবি নিয়ে গালগল্প, যা বললেন চিত্রগ্রাহক
একটি বৃহৎ আকারের পাতিলে শুয়ে আছে একটি শিশু। মাথার নিচে একটি তোয়ালে, পাতিলে একটি ব্যাগও দেখা যাচ্ছে। আশপাশে মানুষজন পাতিলটি ঘিরে আছে—এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, শিশুটির পরিবারের সব সদস্য মারা গেছে।