পিরোজপুরে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি চুরি করতে এসে হত্যা
পিরোজপুরের সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হাসি রানি ঘড়ামী (৫৫)। নিহত হাসি রানি ঘড়ামী একই এলাকার সত্যেন্দ্রনাথ ঘড়ামীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর (ঢাকুয়া বাড়ী) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।