সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ
রশি দিয়ে পেঁচানো একটি কার্টন পড়ে ছিল সড়কের পাশে বাঁশের ঝাড়ে। আজ শুক্রবার সকালে সেটি দেখতে পেয়ে একে একে জড়ো হন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ২টার দিকে পুলিশ গিয়ে সেই কার্টন খুলে দেখে, ভেতরে অজ্ঞাতনামা এক নারীর লাশ। মুখ থেঁতলানো, শরীরে একাধিক ক্ষত।