৫ তরুণকে রোমানিয়ায় আটকে মুক্তিপণের জন্য পরিবারের কাছে ভিডিও বার্তা
‘আমরা পাঁচজন রোমানিয়ায় দালালদের হাতে আটকা আছি। একটা রুমের মধ্যে আমাগো আটকে রাখছে। আমাগো ১৫ দিন ধইরা খাওন দেয় না। যেমনেই হোক, আম্মেরা আমাগো বাঁচান। এইডাই আম্মেগো কাছে আমাগো আবেদন। যেমনেই হোক, আমাগো পাঁচটা জীবন বাঁচান।’