নায়িকাদের জন্য গিনেস বুকে নাম লেখাবেন রুবেল
১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন চিত্রনায়ক রুবেল। ৩৫ বছরের অভিনয়জীবন তাঁর। এই দীর্ঘ যাত্রায় এখন পর্যন্ত ৯৭ জন নায়িকার নায়ক হয়েছেন তিনি। রুবেলের জানামতে, এত নায়িকার সঙ্গে অভিনয় করার উদাহরণ আর নেই। তাঁর ক্যারিয়ারে এটি অন্যতম একটা রেকর্ড।