দুই পদে নিয়োগ হলেও বেতন নেই একটিরও
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ এক নারীকে পর পর দুটি পদে নিয়োগ দিয়েছে। কিন্তু একটি পদেরও বেতন পাচ্ছেন না নূর-ই তানজিলা নামের ওই নারী। গত এক বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তিনি। নিজের বেতনের সুরাহা করতে ওই নারী হাসপাতালের এ দপ্তর থেকে ও দপ্তরে ঘুরলেও কাজ হচ্ছে না।