অফিসে বসার জন্য চেয়ার পাননি, শ্রান্তি-বিনোদনের ছুটিতে কর্মকর্তা
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে তিন বছর ধরে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ। সম্প্রতি বিএমডিএতে নতুন ইডি দিয়েছে সরকার। আব্দুর রশীদ নতুন ইডির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। এখন তিনি বসবেন কোথায় তা ঠিক হয়নি ১০ দিনেও। বসার চেয়ার না প