অপচয় কিংবা খাদ্য বিলাস নয়, রমজান সংযমী হতে শেখায়
রমজান হোক কিংবা অন্য যেকোনো সময়, অতিভোজন আর অপচয় ইসলামে নিন্দনীয়। অথচ রমজানকে কেন্দ্র করে আমাদের সমাজে অসংখ্য ইফতার মাহফিল বা পার্টি হয়ে থাকে। এসব আয়োজন তখনই পুণ্যের হতো, যখন তা দুস্থ, অভাবী, অনাহারীর মুখে হাসি ফোটাত। কিন্তু তা আর হচ্ছে কই? অধিকাংশ ইফতার পার্টিতেই গরিব-অসহায়দের প্রবেশ বারণ থাকে। সেখ