মহেছেনার বাস গোয়ালঘরে
মহেছেনাকে ছেড়ে তাঁর স্বামী অন্যত্র গেছেন প্রায় ছয় বছর আগে। এরপর দুই ছেলে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন তিনি। ৬ মাস আগে বড় ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান, সঙ্গে নিজের করা ঘরটাও ভেঙে নিয়ে গেলেও তাঁর প্রথম পক্ষের ছেলেকে রেখে যান মা মহেছেনার কাছে। গৃহহীন মহেছেনার আশ্রয় হয় ছোট ছেলের গোয়াল ঘরে