সংকটে হাবুডুবু শাহানার
করোনাভাইরাসের সময়ে চাকরি হারান শাহানা বেগম। পরে যখন নতুন করে কিছু করার স্বপ্ন দেখেছিলেন, তখন সড়ক দুর্ঘটনায় হারাতে হয় একটি হাত। তাঁর স্বামীর নেই মাথা গোঁজার ঠাঁই। থাকেন পরের জমিতে ঘর উঠিয়ে। স্বামী-সন্তান নিয়ে হতাশায় দিন কাটে তাঁর।