বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাতে বাজে ফুলছড়ি বাজারের বিএনপির কার্যালয়ে এ হামলা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা রাতেই ওই এলাকায় মশাল মিছিল করেন।