‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব’, শ্রীপুরে বন কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি
‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব। জীবনে শেষ করে দিব। অফিস থেকে বের করে দিব, আরেক দিন বনে আসলে জীবনে মেরে ফেলব।’ ধারালো অস্ত্র নিয়ে যুবদল নেতা এই হুমকি ও ধাওয়া করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ কয়েক বনকর্মীকে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর