সমস্যায় জর্জরিত জিয়া হল
শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী। মল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় তা উপচে বাথরুমের বাইরে চলে আসে। দুর্গন্ধে আশপাশে যাওয়া দুঃসাধ্য। বাথরুমে দরজার অধিকাংশ ছিটকিনি নষ্ট। প্রস্রাবের জায়গাতে পানি জমে আছে। গোসলখানার ট্যাপ এবং ঝরনাগুলোর অধিকাংশই নষ্ট। এ চিত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহম