সাকিব– মোস্তাফিজ ফিরবেন কীভাবে
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নিজের পুরোনো ধারটা ফিরে পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সামনে যখন ছন্দটা ধরে রাখার চিন্তা, তখনই শুনলেন স্থগিত হয়ে গেছে আইপিএল। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পরে মনে ভর করেছে আরেক চিন্তা—কীভাবে ফিরবেন দেশে। দেশে ফেরার পর তাঁর কোয়ারেন্টিন হবে কত দিনের।