১ রুপির কয়েন বিক্রি হলো ১০ কোটিতে
এক রুপির কয়েন বিক্রি হলো ১০ কোটি রুপিতে! সম্প্রতি ভারতে একটি নিলামে কয়েনটি বিক্রি হয়েছে। মুদ্রাটির বিশেষত্ব হলো , এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি। অন্য পিঠে ইংরেজি হরফে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।