টঙ্গিবাড়ীতে পদ্মার শাখা নদীতে ট্রলারডুবি: এখনো ২ জন নিখোঁজ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে আজ রোববার সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় দুর্ঘটনার পরপরই দুজনের লাশ উদ্ধার করা হয়।