রাজাকার-দালালের স্বজনেরাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে: ফজলুর রহমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘মা না থাকলে যেমন কোনো সন্তানের জন্ম হবে না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের জন্ম হতো না। সেই মুক্তিযুদ্ধের যখন কেউ বিরোধিতা করে, তখনই তো আমি দেখি—লোকটা কে রে? ওই যে লোকটা, একাত্তর সালে ওর বাবা যে দালাল ছিল...