মালদ্বীপে হাতাহাতিতে জড়িয়েছেন স্ল্যাটার-ওয়ার্নার!
সিনিয়র–জুনিয়র হলেও মাইকেল স্ল্যাটার আর ডেভিড ওয়ার্নারের সম্পর্কটা মধুর বলেই জানে সবাই। দুজন এখন আছেন মালদ্বীপে। অবশ্য ঘুরতে নয়, বড় বিপদে পড়ে সেখানে আছেন তাঁরা। দেশে ফেরার ‘ট্রানজিট’ হিসেবেই মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর এখানেই হাতাহাতিতে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার।