ঠিকভাবে হিজাব না পরায় আটক আফগান নারীরা, মারধরের শিকার বাবা
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানদের হিজাব রীতি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে রাজধানী কাবুলের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে নারীদের। তাঁদের মধ্যে ১৬ বছরের এক নারীও আছে। তাঁরা মারধরের শিকার হচ্ছেন। বলা হয়েছে, এই নারীরা মেকআপ করার মাধ্যমে অন্যদের খারাপভাবে হিজাব পরতে উৎসাহিত করেছিল।