প্রসূতিদের ভরসাস্থল চিকিৎসক দিলরুবা
দীর্ঘ দুই যুগ ধরে মাদারীপুরে প্রসূতিদের চিকিৎসাসেবায় ভরসার নাম হয়ে উঠেছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দিলরুবা ফেরদৌস। চিকিৎসার অভাবে মা হতে পারছেন না, আবার টাকার অভাবে যেসব প্রসূতির চিকিৎসা আটকে রয়েছে—এমন নারীর কাছে প্রথম পছন্দের চিকিৎসক দিলরুবা। মাদারীপুরের আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালে দিলরুবার চেম্বারে