মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি
বিক্ষোভকারীরা ধর্ষণে জড়িত ব্যক্তিদের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এ রকম পৈশাচিক ঘটনা থামাতে তাঁদের যেন দ্রুত ফাঁসি দেওয়া হয়। সেই সঙ্গে আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান, সেই দাবিও জানিয়েছেন তাঁরা।