গ্যাস-সংকটে রাজধানীবাসীর ভোগান্তি চরমে
‘এই যে মাস গেলে দুই চুলার লিগা তিতাসকে ১ হাজার ৮০ টাকা দেওয়া হয়, পুরাই ফাউ। এখন বিকেল ৪টা বাজে প্রায়, পেটে ইট বাইন্ধা বইসা আছি। দিনের আলো ফোটার আগে চুলার গ্যাস চলে যায়, আসে মধ্যরাতের পর। আমার বাসার সব ঝগড়া, ঝামেলার মূল কারণ এই গ্যাস না থাকা, সময়মতো রান্না না হওয়া।’ গ্যাস-সংকট নিয়ে এভাবেই ঢাকার খিলগা