ভেজাল কীটনাশক, বীজ ও সার কিনে ক্ষতিগ্রস্ত কৃষক
নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বীজ, সার ও কীটনাশকের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। তাঁরা বলছেন, চকচকে মোড়ক দেখে বাড়তি দামে বীজ কিনছেন, কিন্তু বেশির ভাগ বীজ থেকে চারা গজাচ্ছে না। সেই সঙ্গে বাজার থেকে কেনা কীটনাশক ও সার জমিতে দফায় দফায় প্রয়োগ করেও মিলছে না সুফল।