কিসের লোভে মানুষের ঘরে ঢুকে চুরি করে ভালুকটি
বুনো ভালুক দেখলে এমনিতে বেশ ভয়ানক প্রাণী মনে হতে পারে আপনার। মেজাজ খারাপ থাকলে সত্যি এরা বিপজ্জনক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভালুক নাম কামিয়েছে একেবারে বিচিত্র এক কারণে। সেটি, মানুষের ঘর-বাড়িতে ঢুকে মজাদার সব খাবার চুরির জন্য।