Ajker Patrika

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইডিয়াল মোড়ে মহাসড়ক অবরোধ করেন আকবর কটন মিলের শ্রমিকেরা। 

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্র জানা যায়, আজ বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। 

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন আগামীকাল বুধবার পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। 

আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে অবস্থিত আকবর কটন মিলস লিমিটেড। এ কারখানার প্রায় ১ হাজার ৬০০ শ্রমিক তিন বিভাগে কাজ করেন। এর মধ্যে কেবল এক বিভাগের শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করা হয়নি। 

চলতি মাসের ২২ তারিখ ও আজ মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়েও কারাখানা কর্তৃপক্ষ বেতন দেননি। তাই বাধ্য হয়ে আজ তাঁরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, চলতি বছর জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাঁরা শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত