কবর থেকে এসে ঋণ নিলেন রিয়াজ!
রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’