জেমসের জন্য ভালোবাসা
প্রথম বাড়ি থেকে মানে আম্মা-আব্বুর থেকে দূরে থাকতে হবে। যেদিন প্রথম আব্বু আমাকে কলেজে ভর্তি করে মেসে রেখে এল, সেদিন রাতে অসংখ্যবার জেমসের দরাজ কণ্ঠে ‘বাবা কত দিন দেখি না তোমায়’ আর ‘রাতের তারা মাকে জানিয়ে দিস’ এই দুটি গান শুনেছি, আর কান্না করেছি। এর পর প্রতিদিনই এই দুটি গান শুনতাম।