চালেও বাড়তি মুনাফায় চোখ ব্যবসায়ীদের
মাছ, শাকসবজি, নিত্যপণ্য—সবকিছুরই দাম বেড়েছে। বাকি ছিল চাল। এবার চাল ব্যবসায়ীরাও নেমেছেন বাড়তি মুনাফা পকেটে ভরতে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। বরাবরের মতো এই দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারি ব্যবসায়ীদের। পাইকারেরা দুষছেন মিলারদের। আর মিলমাল