স্থলমাইন বিস্ফোরণে পা উড়ে গেল যুবকের
স্থানীয় আবদুর রশিদ ও জুহাইর আলম বলেন, তৈয়ব মিয়ানমার সীমান্তের ওপারে গিয়েছিলেন। ওপারের বেনডুলা বাজার থেকে গরুসহ বিভিন্ন দ্রব্য নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ১১ বিজিবির জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারই একটি বিস্ফো