আসামির খোঁজে আটকে জঙ্গিবাদ মামলার তদন্ত
২০২১ সালের ১৭ মে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে পুলিশ ট্রাফিক রুমের সামনে একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল জঙ্গিরা। এ ঘটনায় পুলিশের করা মামলার তথ্য বলছে, ওই হামলার নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক প্রধান আবু আহসান হাবিব আল বাঙালি ওরফে লায়ন।