প্রথম সেঞ্চুরিতে রূপকথার গল্প বুনতে চান আকবর
দুর্দান্ত এক ইনিংস খেলে দলের বিপর্যয়ে শুধু ঢালই হননি, অপেক্ষাও ঘোচালেন আকবর আলী। জাতীয় দলের হয়ে এখনো সুযোগ না পেলেও প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও লিগে টি-টোয়েন্টিসহ খেলেছেন সর্বমোট ১১৫ ম্যাচ। এত ম্যাচ খেলে কিছু হাফ সেঞ্চুরি পেয়েছেন, তবে স্বীকৃত সংস্করণে কোনো ইনিংস নিয়ে পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ঘরে। আজ