নরেশ গোয়েল: ৩০০ রুপির কর্মচারী থেকে বিমান কোম্পানির মালিক, মরতে চান জেলে
নরেশ গোয়েল এমন এক নাম, যা একসময় ভারতের বিমান খাতে সবচেয়ে বিশ্বস্ত এবং সফল নাম হিসেবে বিবেচিত হতো। ‘অ্যাভিয়েশন আইকন’ হিসেবে খ্যাত নরেশ ২০০৫ সালে ভারতের ১৬তম শীর্ষ ধনী হয়েছিলেন। ১৯৯৩ সালে জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠা করেন নরেশ গোয়েল। সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পরিষেবা দেওয়ার জন্য দ্রুত খ্যাতি অর্জন করেছিল জেট