লেখাটি পরীমণিকে নিয়ে
পরীমণিকে নিয়ে যে সব ধুমধাড়াক্কা কাণ্ড চলছে, তার প্রতি যে অন্যায়, অন্যায্য এবং একপেশে আচরণ করা হয়েছে এবং হচ্ছে তা ঠিক বলে মনে না হওয়ায় কিছু না লিখে পারা গেল না। পরীমণি যদি আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকেন তাহলে তার অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু আইনত দোষী সাব্যস্ত হওয়ার আগেই যেভাবে তার চরিত্রহননে