খুদে শিক্ষার্থীদের হাতের কাজে মুগ্ধ শিক্ষকেরা
জন্মগতভাবে রোকাইয়া আক্তারের এক হাতের কবজি থেকে নিচের অংশ নেই। তাই এক হাত দিয়েই রোকাইয়া বিড়ালের মতো করে একটা ফিঙ্গার পাপেট বানিয়েছে। যে হাতটা স্বাভাবিক, সেই হাতের আঙুলের মধ্যে কাগজের পাপেটটা ঢুকিয়ে রোকাইয়া নড়াচড়া করে দেখাল। আর মুখে ম্যাও ম্যাও শব্দ করে বলল, বিড়াল এখন ডাকছে! তার এখন ক্ষুধা পেয়েছে।