কারওয়ান বাজার পেরোলেই সবজির দাম দ্বিগুণ
কারওয়ান বাজারে এক কেজি বেগুন পাইকারি দরে বিক্রি হয় ৪০ টাকায়, আর খুচরা ৪৫ টাকায়। এই বেগুনই রাজধানীর হাতিরপুল বাজারে ১০০ টাকা, পলাশী বাজারে ৯০ টাকা এবং কেল্লার মোড় বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শুধু বেগুন নয়, সব ধরনের সবজিই রাজধানীর