এক দিনেই বিধবা হন মা ও মেয়ে
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নির্মম স্মৃতি ভুলতে পারেননি গণহত্যার শিকার শরণখোলার লাকুড়তলা গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দারা। আজও তাঁদের কান্না থামেনি। ওই গ্রামের বিরলা রানী (৮৫), শোভা রানী (৭০) ও উষা রানী (৭৫) সেদিনের বিভীষিকার কথা মনে করে এখনো আঁতকে ওঠেন। এখনো চলছে তাঁদের জীবনযুদ্ধ।