দখলে মরতে বসেছে খাল
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি খাল দেখে এখন বোঝার উপায় নেই যে এটি একটি প্রবাহমান খাল। বাঁধ দিয়ে মাছ চাষ, খালের ওপর পাকা স্থাপনা ও সড়ক নির্মাণের ফলে অনেক জায়গায় খালটির চিহ্ন পর্যন্ত বোঝা যায় না। স্থানীয় বাসিন্দাদের ধানি জমি ও খাল এখন একাকার হয়ে গেছে।