ভারী যানবাহন অথবা নির্মাণে ভুল থাকায় ফ্লাইওভারে ফাটল: প্রকল্প পরিচালক
ভারী যানবাহন চলা অথবা নির্মাণকাজে ভুল থাকার কারণে এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী পাশাপাশি দুটি র্যাম্পের পিলারে ফাটল হতে পারে বলে দাবি করেছেন প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান।