বরিশালের মুলাদী: ভুয়া খতিয়ানে দখল ২৬ একর খাসজমি
বরিশালের মুলাদীতে প্রায় ২৬ একর সরকারি (খাস) জমি দখলের অভিযোগ উঠেছে। ভুয়া খতিয়ানে এসব জমি দখল করে গড়ে তোলা হয়েছে দোকান, বিনোদনকেন্দ্র ও বিভিন্ন স্থাপনা। এমনকি প্লট আকারে হচ্ছে হাতবদল। বিষয়টি জানার পর কিছুটা নড়েচড়ে বসেছে প্রশাসন। ভুয়া খতিয়ান বাতিল ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা