মেরিন ড্রাইভ প্রশস্তকরণ প্রকল্পে কাটা পড়বে সাড়ে ৬ হাজার গাছ
একপাশে ঘন অরণ্য, আরেক পাশে নীল জলরাশির সমুদ্র মিলিয়ে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক দেখে চোখ জুড়াবে যে কারও। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক এই প্রাকৃতিক আবেশ জড়ানো সড়ক ধরে ভ্রমণ করেন। সেই সড়ককে ছায়ায়-মায়ায় শীতল করা সাড়ে ৬ হাজারের বেশি গাছ কিনা কাটা পড়বে! উন্নয়নের জন্য নিধন হবে এসব গাছ?