বিকল্প কর্মসংস্থান করেই বিড়িশিল্প বন্ধের আহ্বান
সিগারেট রেখে বিড়ি বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, বিড়ি-সিগারেট দুটোই বন্ধ করতে হবে। সিগারেটের বাজার বাড়াতে যদি বিড়ি শিল্প বন্ধ করা হয় তাহলে সেটা আমরা মানব না। সরকার দেশকে তামাকমুক্ত, ধূমপানমুক্ত করতে চাইলে অবশ্যই বিড়ি, সিগারেট দুটোই বন্ধ করতে হবে।