মেক্সিকোর পানশালায় গুলি করে ১০ জনকে হত্যা
গুয়ানাজুয়াতো রাজ্যের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ‘এল এস্টাডিও’ বারে এ হামলার ঘটনা ঘটেছে। পানশালাটি সেলায়া ও কুয়েরেতারো শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে অবস্থিত। শনিবার রাতে ওই পানশালায় একদল সশস্ত্র লোক ঢুকে পড়ে এবং গ্রাহক ও পানশালার কর্মচারীদের ওপর নির্বিচারে গুলি চালায়।