‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’ অসহযোগকে কটাক্ষ করে ওবায়দুল কাদের
এখন বলে (বিএনপি) অসহযোগ আন্দোলন করবে। হায়রে আল্লাহ! বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে, সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে! বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে...