টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’
মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মাশরাফি বলেন, ‘আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলার দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে থাকব ইনশা আল্লাহ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ইনশা আল্লাহ দেখা যাক এবার কী হয়।’
মাশরাফি আরও বলেন, ‘বিগত পাঁচ বছর কাজ করেছি, অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৯ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১২ মিনিট আগে