তেলের অভাবে পাকিস্তানের সরকারি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইট বন্ধ
জ্বালানির অর্থ দিতে না পারায় তেল কিনতে পারেনি পাকিস্তান এয়ারলাইননস (পিআইএ)। এ কারণে কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনসটি। পিআইএর ডেপুটি মুখপাত্র আতহার আওয়ান বলেছেন, ‘জ্বালানি না থাকায় গত মঙ্গল ও বুধবার ৪৮টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।’