বাটলারকে সরাতে গণ অবসরের হুমকি সাফজয়ী নারীদের
গত কয়েক দিন ধরে চলা কোচ পিটার বাটলারের সঙ্গে নারী দলের ফুটবলারদের বিদ্রোহ বেশ জটিল আকার ধারণ করেছে। এবার গণ অবসরের হুমকি দিলেন সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন ঘোষণাই দিয়ে রাখলেন সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ ফুটবলার।