দিনাজপুর কারাগারে প্রথম ফাঁসি কার্যকর
দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আবদুল হকের ফাঁসি কার্যকর হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর জেলা কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, রংপুর ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন, কারা চিকিৎসকসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।